Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ভি ডি পির দায়িত্ব

১।ইউনিয়ন ভিডিপি দলনেতা –দলনেত্রী তার উপর অর্পিত দায়িত্বরে জন্য তিনি সংশ্লিষ্ট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার উপর সামগ্রিক দায়কদ্ধ থাকেন।
২। ইউনিয়ন ভিডিপি দলনেতা –দলনেত্রীদের কার্যালয় হবে,তার ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স-এ আনসার ভিডিপির জন্য বরাদ্ধ কৃত কক্ষ।তিনি উক্ত কক্ষে প্রতি মাসে অন্তত পক্ষে একবান গ্রাম দলনেতা-দলনেত্রীদের নিয়ে মাসিক সভা করবেন।তাদের মধ্যকার সমস্যা ও উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রদত্ত কাযাবলী নিয়ে আলোচনা করবেন যা রেজিষ্টারে রেজুলেশন আকারে সংরক্ষণ করতে হবে। এবং উক্ত রেজুলেশন তিনি উপজেলা মাসিক সভা উপস্থাপন করেন।
৩। ইউনিয়ন দলনেতা –দলনেত্রী ইউনিয়ন গন র্কাযদিবসে তাদের নির্ধারিত পোশাক পরিধান করেন্ এবং অনু্ঠারে উল্রেখিত পোশাক পরিধান করে অংশগ্রহণ করবেন।
৪। তিনি প্রতি মাসে কমপক্ষে০২ টি ভিডিপি প্লাটুন পরিদর্শন করবেন এবং সদস্য সদস্যাদের কাজের উৎসাহ –উদিপনা প্রদান করবেন।
৫। তিনি তার ইউনিয়ন প্লাটুনের সদস্য-সদস্যা কর্তৃক ভালোকাজের পতিবেদন রেজিষ্টারে লিপিবদ্ধ করবেন এবং তা উপজেলা/থানা আনসার ভিডিপি র্কমকতাকে লিখিতভাবে অবহিত করবেন।
৬। তিনি কর্তৃপক্ষে আদেশক্রমে প্রশিক্ষণের জন্য ভালো প্রশিক্ষণের জন্য ভালো প্রশিক্ষণার্থী বাছাই করবেন। এবং যথাসময়ে প্রশিক্ষণার্থী প্রেরণ নিশ্চিত করবেন।